সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে করা মানহানির মামলার বিচার কার্যক্রমে ৬ মাসের স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই মামলার বিচার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আফজালের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন। আফজালের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান।
এর আগে নোয়াখালী আদালতের কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করায় গত বছরের ৫ মে ওই মামলা করা হয়।
আফজাল হোসেন বলেন, হাইকোর্ট তিনিসহ তিনজনের বিষয়ে রুলসহ মামলার কার্যক্রম স্থগিত করেছেন।