হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে মোফাজুল হক (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে কলাবাগানের ভূতের গলি এলাকার আইয়ুব ম্যানশনে এ ঘটনা ঘটে।

মোফাজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কলাবাগানের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আহাদ বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। আজ সকাল থেকে ভবনের চতুর্থ তলার বাইরে দিয়ে মাচান বেঁধে আস্তরণের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে তাঁর স্পর্শ লাগে। তাতে বিদ্যুতায়িত হয়ে মাচানে পড়ে থাকেন তিনি। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯