হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে মোফাজুল হক (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে কলাবাগানের ভূতের গলি এলাকার আইয়ুব ম্যানশনে এ ঘটনা ঘটে।

মোফাজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কলাবাগানের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আহাদ বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। আজ সকাল থেকে ভবনের চতুর্থ তলার বাইরে দিয়ে মাচান বেঁধে আস্তরণের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে তাঁর স্পর্শ লাগে। তাতে বিদ্যুতায়িত হয়ে মাচানে পড়ে থাকেন তিনি। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল