হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে মোফাজুল হক (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে কলাবাগানের ভূতের গলি এলাকার আইয়ুব ম্যানশনে এ ঘটনা ঘটে।

মোফাজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কলাবাগানের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আহাদ বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। আজ সকাল থেকে ভবনের চতুর্থ তলার বাইরে দিয়ে মাচান বেঁধে আস্তরণের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে তাঁর স্পর্শ লাগে। তাতে বিদ্যুতায়িত হয়ে মাচানে পড়ে থাকেন তিনি। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন