হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জের সাবেক পৌর মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ. লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। 

এস এম রবীন হোসেন পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

জানা গেছে, এস এম রবিন হোসেন তিন বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার উত্থানের পর তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সরকারি নির্দেশনায় অপসারিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। 

রবিন হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে নিজের বাড়িতে না থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ছাত্র-জনতার আন্দোলন প্রকট হতে থাকলে গত ৪ আগস্ট তাকে শেষবারের মতো কালীগঞ্জে দেখা যায়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় গ্রেপ্তার হয়েছেন। ওই থানার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সেখান থেকে এই সাবেক মেয়রকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ