হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জের সাবেক পৌর মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ. লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। 

এস এম রবীন হোসেন পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

জানা গেছে, এস এম রবিন হোসেন তিন বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার উত্থানের পর তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সরকারি নির্দেশনায় অপসারিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। 

রবিন হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে নিজের বাড়িতে না থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ছাত্র-জনতার আন্দোলন প্রকট হতে থাকলে গত ৪ আগস্ট তাকে শেষবারের মতো কালীগঞ্জে দেখা যায়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় গ্রেপ্তার হয়েছেন। ওই থানার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সেখান থেকে এই সাবেক মেয়রকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩