সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে।
এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।