হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান, রাস্তা বন্ধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে। 

এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন। 

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা। 

বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। 

শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সহকর্মীরা অনশন করছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দাবি আদায় না হওয়া আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’ 

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার