নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। আজ বৃহস্পতিবার ফোরামের সভাপতি আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে এলআরএফ আশা করে।
একইসঙ্গে দেশে আইনের শাসন কায়েমের জন্য অ্যাটর্নি জেনারেল এবং তার কার্যালয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন সেই ভূমিকা পালন করবেন নতুন এই অ্যাটর্নি জেনারেল।
বিবৃতিতে ল’ রিপোর্টের ফোরাম, নতুন অ্যাটর্নি জেনারেলের সফলতাও কামনা করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ বৃহস্পতিবার নিয়োগ দেন রাষ্ট্রপতি।