হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা: বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা।’ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

আইন কমিশন এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে আইন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিচারপতি এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ১৫ আগস্টে হত্যাকে জাতির ইতিহাসের কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু হত্যা মামলা বিচারকালে তাঁর অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেন। বাঙালির জাতীয়তাবাদ ও স্বাধীনতা বিকাশে বঙ্গবন্ধুর অবদান ও মাত্র ৯ মাসের ব্যবধানে একটি অনন্যসাধারণ সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর যোগ্য ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বক্তব্যের স্পিরিট প্রতিটি বাঙালি হৃদয়ে স্থান করে নেয়। এর ফলে বাঙালিরা তাঁর ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের অবিসংবাদিত নেতাকে এই বাঙালিরাই হত্যা করেছে। এর চেয়ে বড় লজ্জার বিষয় আর থাকতে পারে না।’

এ ছাড়া কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী তাঁর বক্তব্যে বিশ্বনেতাদের দৃষ্টিতে বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্বের বিষয়টি আলোকপাত করে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার আহ্বান জানান।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত