হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মুগদায় প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় প্রাইভেট কারের চাপায় মোশারফ তালুকদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মান্ডার সওদাগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে স্থানীয়রা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোশারফ ফুটপাতে ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন বলে জানা গেছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে সকালে মুগদা হাসপাতাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই সাদ্দাম হোসেন আরও বলেন, ফুটপাতে দুই চাকার ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন মোশারফ। সোমবার রাতে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের ভাতিজা জাহিদ হাসান জানান, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। বর্তমানে দক্ষিণ মান্ডার কদমতলা ঝিলপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তাঁর চাচা। ওই এলাকাতেই ফুটপাতে প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করতেন। ফুটপাতে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি