হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় কাপড়ের ব্যাগে গাঁজা, গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে কাপড়ের ব্যাগের ভেতর গাঁজাসহ জাকির হোসেন ওরফে ছোটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ওই মাদক ব্যবসায়ীকে তল্লাশির জন্য ডাকা হয়। পরে সে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এসব গাঁজা জব্দ করেন এএসআই দুলাল উদ্দিন। গাঁজাগুলো কাপড়ের ব্যাগের ভেতর নীল পলিথিনের মধ্যে সুতা দিয়ে বাধা ছিল।’ 

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট