হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় কাপড়ের ব্যাগে গাঁজা, গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে কাপড়ের ব্যাগের ভেতর গাঁজাসহ জাকির হোসেন ওরফে ছোটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ওই মাদক ব্যবসায়ীকে তল্লাশির জন্য ডাকা হয়। পরে সে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এসব গাঁজা জব্দ করেন এএসআই দুলাল উদ্দিন। গাঁজাগুলো কাপড়ের ব্যাগের ভেতর নীল পলিথিনের মধ্যে সুতা দিয়ে বাধা ছিল।’ 

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল। 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক