হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন তাঁরা। তখন পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু ছিনতাইকারী, ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে ৩-৪ জন ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাপ্পু।

রাজু আরও বলেন, ‘রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় আরও কয়েকজনকে আক্রমণ করে ছিনতাইকারীরা। তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তাঁর পায়ে ও মুখে ছুরিকাঘাত করে।’

নিহত পাপ্পুর বাবা মো. একরাম হোসেন বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তাঁর। আজ রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল। এ জন্য সারা দিন বাসায় ছিলেন।’

তিনি জানান, সন্ধ্যায় পাপ্পু তাঁর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে বের হন। এর ১০ মিনিট পরই কাছে খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে ছুরিকাঘাত করে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

একরাম হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিল দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী