হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন ছাত্রলীগ নেতা। মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

আজ শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। বলেন, শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে আজ দুপুরে ১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক আলামিনকে।

মামলায় জাহিদুল ইসলাম অভিযোগে লিখেছেন, আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে শহীদুল্লা হলে ফেরার পথে দোয়েল চত্বরে কার্জন হলের সামনে পৌঁছামাত্র ছাত্রদলের সাধার সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল (৩৭), সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খানসহ (৩৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যেই মারধর করতে থাকে। এতে শহিদুল্লা হলের ৮ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন