হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানের একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে হাজেরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে থানায় নিয়ে গেছে পুলিশ। হাজেরা খাতুন (৮০) উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া এলাকার বাসিন্দা। ওই বাড়ির একটি কক্ষে একাই থাকতেন তিনি। বাকি কক্ষগুলো ভাড়া দেওয়া।

এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে ওজাপাড়া এলাকায় হত্যাকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে হাজেরা খাতুন নামের ওই বৃদ্ধার লাশ ঘরের মেঝেতে পাওয়া যায়। তাঁর মুখের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার আলামত সংগ্রহ করে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।’

এক প্রশ্নের জবাবে এসআই মুশফিক বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধাকে গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় খুন করা হয়েছে। যে ঘরে লাশ পড়ে ছিল, সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্বজনেরা তালা ভেঙে কক্ষে ঢোকেন।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল