হোম > সারা দেশ > ঢাকা

বিকল্প কর্মসংস্থান করেই বিড়িশিল্প বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বিড়িশিল্প বন্ধ করে দিলে তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিড়ির কর ও মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।

সংগঠনের যুগ্ম সম্পাদক মো. হারিক হোসেন বলেন, সরকার দেশকে তামাকমুক্ত করতে চায়, সেই লক্ষ্যে আমরাও একমত। কিন্তু দেশে ২০ থেকে ২৫ লাখ বিড়ি শ্রমিক রয়েছেন, তাঁদের কী হবে। যদি তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কালকেই এই শিল্প বন্ধ করে দেওয়া হোক। তাতে আমাদের আপত্তি নেই।

সিগারেট রেখে বিড়ি বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, বিড়ি-সিগারেট দুটোই বন্ধ করতে হবে। সিগারেটের বাজার বাড়াতে যদি বিড়িশিল্প বন্ধ করা হয়, তাহলে সেটা আমরা মানব না। সরকার দেশকে তামাকমুক্ত, ধূমপানমুক্ত করতে চাইলে অবশ্যই বিড়ি, সিগারেট দুটোই বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, বিড়ির দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা, নিম্নস্তরে সিগারেটের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা বাড়ানো এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির আগ্রাসন বন্ধ করা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সহসভাপতি মো. নাজিম উদ্দিনসহ অন্যরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু