হোম > সারা দেশ > নরসিংদী

ইতালি থেকে মায়ের জানাজায় অংশ নিতে এসে সড়কে প্রাণ হারালেন ছেলে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে ইতালিপ্রবাসী শাহ আলম (৫০) এবং তাঁর ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)। 

এদিকে গতকাল বুধবার ইতালিপ্রবাসী শাহ আলমের মা বার্ধক্যের কারণে মারা যান। তাঁর জানাজায় অংশ নিতে ছেলে দেশে এসেছিলেন। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বাস করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলম। গতকাল বুধবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে তাঁর মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাহ আলম ও তাঁর ভগ্নিপতি সেলিম মিয়া, ভাগনেসহ চারজন। 

তাঁদের বহনকারী মাইক্রোবাসটি নরসিংদীর শিবপুরের ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও দুজন আহত হয়েছেন। 

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট