হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

পুত্র সন্তানের আশায় কবিরাজের দ্বারস্থ হন সাভারের গৃহবধূ সালমা (ছদ্মনাম)। পরে চিকিৎসার কথা বলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সাভারের ভাটপাড়া এলাকায় সেই নারীকে ধর্ষণ করেন ভণ্ড কবিরাজ সেকেন্দার আলী মেম্বর (৫৮)। ধর্ষণের সেই ঘটনাটি ভিডিও করেন কবিরাজের স্ত্রী পিয়ারা বেগম। এমন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার কবিরাজের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় সাভার থানা-পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক আছেন ওই কবিরাজ।

অভিযুক্ত কবিরাজ সেকেন্দার আলী সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কামালপুর এলাকার মৃত কালু শেখের ছেলে। তিনি সাভারের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন। 

শুক্রবার সাভার মডেল থানায় ভণ্ড কবিরাজ সেকেন্দার আলী মেম্বর ও তাঁর স্ত্রী পিয়ারা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী সালমা (ছদ্মনাম)। ঘটনার পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন সেই ভণ্ড কবিরাজ। 

শনিবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সালমা (ছদ্মনাম) (২৮) পুত্র সন্তানের আশায় সেকেন্দার কবিরাজের কাছে গেলে তাঁকে চিকিৎসার নামে কৌশলে ধর্ষণ করেন ওই কবিরাজ। এ সময় কবিরাজের স্ত্রী ধর্ষণের ঘটনাটি ভিডিও করেন। পরে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক আছেন ওই কবিরাজ। 

একাধিক সূত্রে জানা যায়, সালমার (ছদ্মনাম) একটি কন্যা সন্তান রয়েছে। পুত্র সন্তানের আশায় তিনি কবিরাজের দ্বারস্থ হন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ভুক্তভোগী নারীর স্বামী পরকীয়ায় আসক্ত। স্বামীকে পরনারী থেকে ফিরিয়ে আনতেও প্রায়শই কবিরাজের কাছে যেতেন তিনি। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত সেকেন্দার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সেকেন্দার পলাতক রয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কবিরাজের স্ত্রীকে ধর্ষণে সহায়তার অভিযোগে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার