হোম > সারা দেশ > ঢাকা

নিরাপত্তাহীনতার ছাপ সোহরাওয়ার্দী উদ্যানে, সাম্য নিহতের পর সাত দফা সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তাহীনতা ঘিরে উঠেছে প্রবল উদ্বেগ। এ ঘটনার পরপরই উদ্যান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত ৮টার পর থেকে নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়—

১. রাত আটটার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ।

২. টিএসসি-সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ রাখা।

৩. উদ্যানে থাকা অবৈধ দোকান উচ্ছেদ এবং মাদক ব্যবসা বন্ধে সমন্বিত অভিযান।

৪. গণপূর্ত মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান ও মনিটরিং কমিটি গঠন।

৫. পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত মনিটরিং।

৬. উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন।

৭. রমনা পার্কের মতো শৃঙ্খলিত ব্যবস্থাপনা চালু।

ফেসবুকে আসিফ মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে একটি আতঙ্কজনক এলাকা থেকে নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছে।

আসিফ মাহমুদ আরও বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

সাম্যর মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় এবং উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দ্রুত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে