হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় মাশরুফুল হাসান (১০) নামে এক শিশু মারা গেছে। সে একটি মাদ্রাসায় পড়ত। 

আজ রোববার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী মো. তানভীর হোসেন বলেন, কামরাঙ্গিরচর খালপাড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পরে যায়। তখন একটি মালবাহী ভ্যানগাড়ি ওই শিশুটির গলার ওপড় দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাসপাতালে শিশুটির বাবা মো. মামুন মিয়া বলেন, ‘তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীচর দশতলা এলাকায় থাকে। কামরাঙ্গীচর নুরিয়া মাদ্রাসায় নজরানাতে পড়াশোনা করত মাশরুফুল।’ 

মামুন আরও বলেন, সকালে বাসা থেকে আলু কিনতে বের হয় মাশরুফুল হাসান। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। পরে হাসপাতালে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ