হোম > সারা দেশ > ঢাকা

জবিতে সন্তানের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে থাকতে পারবেন না শিক্ষক-কর্মকর্তারা

জবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে, সেসব শিক্ষক-কর্মকর্তাকে ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করেছে প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ইউনিট এ, বি, সি ও ডি ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে তাঁদের সংশ্লিষ্ট শিফটে পর্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এবং ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে তিন শিফটে পরীক্ষা হবে আর আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। জবি আইন অনুযায়ী যেসব শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সন্তান-সন্ততি বা আত্মীয়স্বজন ভর্তি পরীক্ষা দেবেন, তাঁরা ভর্তি পরীক্ষার কোনো দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। আর অবস্থান করলে তা জবির আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি