হোম > সারা দেশ > ঢাকা

এক কাজেই দিন পার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য সকাল ১০টায় বের হন রুবেল মিয়া। ইচ্ছে ছিল কারওয়ান বাজারের কাজটি শেষ করে উত্তরা যাবেন। কিন্তু মিরপুর থেকে কারওয়ান বাজার আসতেই দিন শেষ। সেই সঙ্গে যানজটের ভোগান্তিতে ক্লান্ত তিনি। 

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুবেল মিয়ার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ৩ ঘণ্টারও বেশি সময় লেগেছে কারওয়ান বাজারে আসতে। যানজট আর গরমে বসে থেকে শরীর আর চলছে না। এখন কারওয়ান বাজার থেকে আবার মিরপুর ফিরতেই রাত হয়ে যাবে।’ যানজটের কারণে দিনে একটি কাজের বেশি করাই যায় না বলে আক্ষেপ করেন রুবেল। 

গত কয়েক দিন ধরে রাজধানীজুড়ে যানজটে নাকাল নগরবাসী। নগরের প্রতিটি সড়ক, অলিগলিতে গাড়ির জট। উত্তরা, এয়ারপোর্ট, বনানী, মহাখালী, মগবাজার, মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ আরও বেশ কিছু এলাকা জুড়ে তীব্র যানজট লেগেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসংখ্য যানবাহনকে। ফাঁক গলে এগিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। এমনকি ফ্লাইওভারের ওপরেও দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ফলে বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর যানজটে বেশি বিপদে পড়ছেন অফিসগামীরা। সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য করতে হচ্ছে যুদ্ধ। 

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। রাজধানীর পল্টন এলাকায় কর্মস্থলে যাতায়াত করতে হয় তাঁর। তবে গত কয়েক দিনের যানজট বদলে দিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা। সোহেল রানা বলেন, ‘আগে এক ঘণ্টার মধ্যে রেডিসন হোটেলের সামনে থেকে পল্টন পৌঁছানো যেত। কিন্তু এখন রেডিসন হোটেলের সামনে থেকে গুলিস্তান যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে যানজট শুরু হয়ে পুরো পথেই দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।’ 

মানিকদী থেকে নিয়মিত গুলিস্তানে যাতায়াত করেন রানা খান। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাঝে মধ্যেই যানজটে পড়তে হয়। কিন্তু আজ সড়কে গাড়ি যেন চলছিলই না। পাবলিক বাসে করে সকালে ইসিবি চত্বর থেকে গুলিস্তান পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ