রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য সকাল ১০টায় বের হন রুবেল মিয়া। ইচ্ছে ছিল কারওয়ান বাজারের কাজটি শেষ করে উত্তরা যাবেন। কিন্তু মিরপুর থেকে কারওয়ান বাজার আসতেই দিন শেষ। সেই সঙ্গে যানজটের ভোগান্তিতে ক্লান্ত তিনি।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুবেল মিয়ার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ৩ ঘণ্টারও বেশি সময় লেগেছে কারওয়ান বাজারে আসতে। যানজট আর গরমে বসে থেকে শরীর আর চলছে না। এখন কারওয়ান বাজার থেকে আবার মিরপুর ফিরতেই রাত হয়ে যাবে।’ যানজটের কারণে দিনে একটি কাজের বেশি করাই যায় না বলে আক্ষেপ করেন রুবেল।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। রাজধানীর পল্টন এলাকায় কর্মস্থলে যাতায়াত করতে হয় তাঁর। তবে গত কয়েক দিনের যানজট বদলে দিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা। সোহেল রানা বলেন, ‘আগে এক ঘণ্টার মধ্যে রেডিসন হোটেলের সামনে থেকে পল্টন পৌঁছানো যেত। কিন্তু এখন রেডিসন হোটেলের সামনে থেকে গুলিস্তান যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে যানজট শুরু হয়ে পুরো পথেই দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।’
মানিকদী থেকে নিয়মিত গুলিস্তানে যাতায়াত করেন রানা খান। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাঝে মধ্যেই যানজটে পড়তে হয়। কিন্তু আজ সড়কে গাড়ি যেন চলছিলই না। পাবলিক বাসে করে সকালে ইসিবি চত্বর থেকে গুলিস্তান পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।