হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে সোহেল মোল্লা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেলের সহকর্মী মো. রাসেল জানান, তাঁরা শহীদ ফারুক রোডে একটি নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ভবনটির চারতলার পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সোহেল। কাজ শেষ হওয়ায় তিনি মাচানের বাঁশ-খুটি সব খুলছিলেন। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। 

সোহেলের ভাই মো. চান মিয়া জানান, তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জলতা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কাদের মোল্লা। শহীদ ফারুক রোডে একটি মেসে থাকতেন তিনি। দুই মেয়েসহ তাঁর পরিবার সবাই গ্রামে থাকে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ