হোম > সারা দেশ > ঢাকা

ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত: প্রায় ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা স্টেশনগামী তিতাস কমিউটার রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বিকেল ৪টা থেকে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। এ পর্যন্ত ১০টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে ছাড়তে পারেনি। 

বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের সময় ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন এটি। প্রথমে মিটারগেজ লাইনের ট্রেনগুলো ছেড়ে যাবে। ২০টার মতো অপেক্ষমাণ রয়েছে। যমুনা এক্সপ্রেস (৭৪৫) ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা গিয়েছে, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪ টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে অপেক্ষাধীন রয়েছে; চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকেল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটি এখন অপেক্ষাধীন রয়েছে। জয়দেবপুরগামী তুরাগ কমিউটার (তুরাগ) ৫টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি অপেক্ষাধীন রয়েছে; আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি দুর্ঘটনাস্থলে পড়ে আছে এবং টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো ঢাকা রেলওয়ে স্টেশনে অপেক্ষাধীন রয়েছে। 

এই ট্রেনগুলো ছাড়ার পরে অন্য আরও ২০টি ট্রেন স্টেশন ছাড়বে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ