হোম > সারা দেশ > ঢাকা

বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩০ শতাংশ বেতন বৃদ্ধি, বৈষম্যহীন ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। ঢাকা মহানগরীর বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে আলোচকেরা বলেন, সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রদানের পর বিগত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন। এ অবস্থায় সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন ৫% বিশেষ সুবিধা ৩০ %-এ উন্নীত করা এবং অবিলম্বে ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণার দাবি জানান তাঁরা। 

তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে—মূল বেতনের ১০০% বাড়ি ভাতা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ, কর্মচারীদের জন্য স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করা, সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা, সকল ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করা। 

সমিতির সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির