হোম > সারা দেশ > ঢাকা

বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩০ শতাংশ বেতন বৃদ্ধি, বৈষম্যহীন ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। ঢাকা মহানগরীর বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে আলোচকেরা বলেন, সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রদানের পর বিগত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন। এ অবস্থায় সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন ৫% বিশেষ সুবিধা ৩০ %-এ উন্নীত করা এবং অবিলম্বে ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণার দাবি জানান তাঁরা। 

তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে—মূল বেতনের ১০০% বাড়ি ভাতা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ, কর্মচারীদের জন্য স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করা, সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা, সকল ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করা। 

সমিতির সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন