হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুর স্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠনের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনে উভয়মুখী কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মাসিক টিকিট পুনরায় চালুকরণ, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি দেওয়া, স্টেশনের উন্নয়ন ও রেলগেটের সমস্যা দূরীকরণ। এ ছাড়া আরও দাবি তুলে ধরেছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তনগর ৯টি ট্রেন স্টপেজ না দেওয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিনদিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন যাবৎ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আজ সকাল থেকে জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, আজ সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনের দুপাশে কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট