হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুর স্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠনের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনে উভয়মুখী কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মাসিক টিকিট পুনরায় চালুকরণ, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি দেওয়া, স্টেশনের উন্নয়ন ও রেলগেটের সমস্যা দূরীকরণ। এ ছাড়া আরও দাবি তুলে ধরেছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তনগর ৯টি ট্রেন স্টপেজ না দেওয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিনদিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন যাবৎ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আজ সকাল থেকে জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, আজ সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনের দুপাশে কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১