হোম > সারা দেশ > রাজবাড়ী

আখখেতে পড়ে ছিল কৃষকের লাশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

লাশ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের আখখেত থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম হিলাল প্রামাণিক (৫৫)। তিনি হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা জিলাল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে হিলাল প্রামাণিক পদ্মার চরে নিজের জমিতে ধান লাগাতে যান। ওই তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

আজ শনিবার সকালে পদ্মার চরের একটি আখখেতে হিলালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পাংশা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, হিলাল প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। আবেদন গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই