হোম > সারা দেশ > রাজবাড়ী

আখখেতে পড়ে ছিল কৃষকের লাশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

লাশ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের আখখেত থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম হিলাল প্রামাণিক (৫৫)। তিনি হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা জিলাল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে হিলাল প্রামাণিক পদ্মার চরে নিজের জমিতে ধান লাগাতে যান। ওই তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

আজ শনিবার সকালে পদ্মার চরের একটি আখখেতে হিলালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পাংশা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, হিলাল প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। আবেদন গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট