হোম > সারা দেশ > ঢাকা

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ তাই ছাত্রলীগ লেখা থাকায় শিক্ষার্থীদের আপত্তি: উপাচার্য

ঢাবি প্রতিনিধি

গতকাল শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বুয়েট অডিটোরিয়ামে ছাত্রলীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বুয়েট ছাত্রলীগের একদল সাবেক নেতা। এর প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, ‘আমরা শোক দিবস পালন করি। শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। যেহেতু সাংগঠনিক রাজনীতি বুয়েটে নিষিদ্ধ তাই ছাত্রলীগ লেখা থাকায় শিক্ষার্থীদের আপত্তি ছিল।

এদিকে আজ রোববার দুপুরে ছাত্রলীগের সাবেক নেতাদের শোক সভা করতে দেওয়া হয়নি বলে একটি ‘অপপ্রচার’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখে করে ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে বুয়েট অডিটোরিয়ামের সামনে এক আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় ৷ 

বিবৃতি তারা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ধারন করতে রাজনৈতিক সংগঠন লাগে না, তিনি সর্বজনীন। 

উল্লেখ্য, গতকাল (শনিবার) জাতীয় শোক দিবস উপলক্ষে বুয়েট অডিটোরিয়ামে ছাত্রলীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বুয়েট ছাত্রলীগের একদল সাবেক নেতৃবৃন্দ। আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সেই সূত্র ধরে ছাত্রলীগের এই কর্মসূচির প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীরা ‘আবরারের রক্ত বৃথা যেতে দিবো না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, ছাত্রলীগের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না; রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেয়। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট