হোম > সারা দেশ > ঢাকা

কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

কানাডার অন্টারিও প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নববর্ষ উদ্‌যাপন করেন। 

অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে গত ২৬ এপ্রিল অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলা গান ও কবিতা উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন নাফিজ সাদমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে সবার অন্তর্ভুক্তি ও বিকাশের ওপর আলোকপাত করেন কুইন্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ও পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রফেসর ড. ফাহিম কাদির। 

প্রধান অতিথি ছিলেন প্রাদেশিক আইন সভার সদস্য ড. টেড সু। বিশেষ অতিথি ছিলেন কুইন্স আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক সুলতান আল মাজিল। অনুষ্ঠানে কানাডাসহ নাইজেরিয়া, চীন, ঘানা, ভারত  ও ইরানের ছাত্রছাত্রীরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। অন্টারিও আদিবাসীদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ছিল উল্লেখযোগ্য। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুমাইয়া আফরিন বহ্নি এবং মীর মেহেদী আল হাম্মাদি। সমাপনী বক্তব্য দেন সুমাইয়া চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ ও দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট