হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন করছেন গেটকিপাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ্রমিকেরা। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রকল্পের শত শত গেটকিপার কর্মসূচিতে অংশ নিয়েছেন।

গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের দপ্তর সম্পাদক মো. আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর একনেক সভার নির্দেশনা অনুযায়ী রাজস্বকরণ বাস্তবায়ন না করায় আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের নিয়োগ যত দিন পর্যন্ত রাজস্ব খাতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি না করা হবে, তত দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।’ 

আল মামুন বলেন, ‘রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিংগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন শীর্ষক দুটি প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৫ সালে। এর মধ্যে ১ হাজার ৮৮৯ জন গেটকিপারকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। দুবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তার পরও আমাদের স্থায়ী করা হয়নি।’ 

কর্মসূচিতে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামের এক গেটকিপার বলেন, ‘তিন থেকে চার মাস পরপর আমাদের বেতন দেওয়া হচ্ছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কিন্তু চাকরি স্থায়ী করা হচ্ছে না।’ 

‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য