গাজীপুরের শ্রীপুরে হরতালের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মীকে মোটরসাইকেলে লাঠি লোহার পাইপ হাতে নিয়ে মিছিল করতে দেখা যায়। আজ রোববার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে এই মিছিল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের নিচে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দেয়। তাদের অনেকের হাতে লোহার পাইপ ও লাঠি দেখা যায়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি–জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং জনসাধারণের জানমাল নিরাপত্তার জন্য নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে রয়েছি। যাতে করে বিএনপির জামায়াতের নেতা–কর্মীরা জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে।’