হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ হেফাজত থেকে পালানো মাদকসম্রাট ভুলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠাকুরগাঁও কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মাদক সম্রাট মো. মোজাম্মেল হক ওরফে ভুলুকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিউ)। গ্রেপ্তার ভুলু একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চিলাভিটা গ্রামের মৃত মাহবুব হোসেনের ছেলে।

আজ শনিবার সকালে সাভার থানার হেমায়েতপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান।

আসলাম খান জানান, গ্রেপ্তার ভুলুকে আশুলিয়া থানার একটি মামলায় হাজির করার জন্য গত ২৬ জুন ঢাকায় আনা হচ্ছিল। পথে বগুড়া জেলার শাহজাহানপুর থানার রহিমাবাদ এলাকায় রাত পৌনে ৩টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভুলুর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

আসলাম খান আরও জানান, দুর্ধর্ষ মাদকসম্রাট মোজাম্মেল হক ওরফে ভুলু কারাবাস থেকে বাঁচাতে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিউ) জালে আটকে গেলেন তিনি।

গ্রেপ্তার মোজাম্মেল হক ওরফে ভুলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে