রাজধানীর আদাবর থানার পিসিকালচার হাউজিং থেকে তিন বোন নিখোঁজের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা লাগেজ নিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে বাসা থেকে বেরিয়ে যায় তারা। তারা বাসা থেকে বের হওয়ার ২২ মিনিট আগে বের হন তাদের খালা সাজিদ নওরিন। মাতৃহীন এই তিন মেয়ে খালার বাসাতেই থাকত।
আজকের পত্রিকার হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৯ মিনিটে সাজিদ নওরিন ও আরও এক তরুণী বাসা থেকে বের হন। এর ঠিক ২২ মিনিট পর ১১টা ৪ মিনিটে একে একে তিন বোন বাসা থেকে বের হয়ে যান।
সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, প্রথমে বাসা থেকে বের হয় খাদিজা আরা (১৬) ও জয়নব আরা (১৭)। এ সময় তাদের একজনকে বড় একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হয়ে যেতে দেখা যায়। একটু পরে বাসা থেকে বের হন বড় বোন রোকেয়া আরা (১৮)। তাঁর কাঁধেও একটি ব্যাগ ছিল। বাসা থেকে তিনজনকেই তাড়াহুড়ো করে বের হয়ে যেতে দেখা যায়।
তিন বোন বাসা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ওই বাসার ম্যানেজার অমি আজকের পত্রিকাকে বলেন, এই তিন বোনের একজন নওরিন ম্যাডামের বাসায় থাকত। বাকি দুজন তাঁর আরেক খালার বাসা খিলগাঁও এলাকায় থাকত। কিন্তু তারা প্রায়ই এখানে আসত। দুই বোনের পরীক্ষার কেন্দ্র ধানমন্ডিতে হওয়ায় তাঁরা এখানে বেশ কয়েক দিন ধরে অবস্থান করছিলেন। গতকাল নওরিন ম্যাডাম বাসা থেকে বের হয়ে যাওয়ার পর বাসায় শুধু তিন বোন ছিল। কিছুক্ষণ পর তারাও বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে কিছু বলে যায়নি।
এ দিকে দিনে দুপুরে তিন তরুণী নিখোঁজ হলেও তাদের সন্ধানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি থানা-পুলিশ। এ বিষয়ে আদাবর থানার ওসি কাজী শাহেদুজ্জামান বলেন, আমরা তদন্ত করছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রাথমিকভাবে কী মনে হচ্ছে জানতে চাইলে ওসি শাহেদুজ্জামান বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। বাসা থেকে বের হয়েছেন কেন সেটা আগে জানতে হবে। পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে বের হতে পারে। উদ্ধার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না
এ বিষয়ে জানতে নিখোঁজ তিন তরুণীর খালা নওরিনের সঙ্গে যোগাযোগ করা হয়। নিখোঁজ তিন মেয়ে উদ্ধারের বিষয়ে তিনি র্যাবের কার্যালয়ে আছেন উল্লেখ করে, এখন কথা বলতে পারবেন না বলে সংযোগ কেটে দেন।