রাজধানীর গুলশান এলাকায় ঢাকা-১৭ আসনের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র মোট চারটি। এতে মোট ভোটার ৭ হাজার ২১৩ জন। এর মধ্যে তিনটি কেন্দ্রে পৌনে এক ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ১৫ জন ভোটার। কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার না থাকায় বসে গল্প করে সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
মানারাতের ৫৯ নম্বর কেন্দ্র কেবল পুরুষের জন্য। এতে মোট ভোটার ২ হাজার ৬০২ জন। এই কেন্দ্রের পাঁচটি বুথের মধ্যে নৌকা ছাড়া কেবল কুলা প্রতীকের একজন এজেন্ট পাওয়া গেছে। পাঁচটি বুথে পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি।
মানারাতের ৬২ নম্বর কেন্দ্র নারীদের জন্য। এখানে মোট ভোটার ২ হাজার ২৯৩ জন। এই কেন্দ্রে চারটি বুথের মধ্যে নৌকা ছাড়া কুলা প্রতীকের এজেন্ট পাওয়া গেছে একজন। বাকিদের কারও এজেন্ট নেই। আর পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে একটি।
মানারাতের ৬১ নম্বর কেন্দ্রটি নারীদের। এখানে মোট ভোটার ২ হাজার ৩১৮ জন। এই কেন্দ্রের চারটি বুথে নৌকা ছাড়া কুলা প্রতীকের এজেন্ট পাওয়া গেছে একটিতে। আর পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি।