হোম > সারা দেশ > ফরিদপুর

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ঈদের দিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহমান (১৮) উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা। গতকাল রাতে উপজেলার এলাংখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর অপর সহযোগী এক যুবক পলাতক রয়েছেন।

এর আগে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। তিন মাস আগে ভুক্তভোগীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিয়ের পর থেকে প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান ভুক্তভোগীকে (১৮) মুরাইলচর শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে পাশের এক বাড়ি নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান না ফিরলে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

পরদিন সকাল ৯টার দিকে বোয়ালমারী থানার পুলিশ খবর পেয়ে মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগী রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর ও আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ