হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ডভ্যান চাপায় তিনজনকে হত্যাকারী চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলর আরোহীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে উত্তরার আজমপুরে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা একজন নারীসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন, মোটরসাইকেল চালক এনামুল হক (৪৫), আরোহী অনিক (১৮) ও তাঁর ফুপি হনুফা বেগম (৪৫)। 

নিহত অনিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ইয়াবুকের ছেলের অনিক। হনুফা বেগম বরিশালের গৌরনদী এলাকার মো. সেলিমের স্ত্রী। আর মোটরসাইকেল চালক এনামুল হক নিহতদের পূর্ব পরিচিত। 

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশালের ভোলা থেকে অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান চালককে শুক্রবার র‍্যাব গ্রেপ্তার করেছে। তাঁকে র‍্যাব-১ এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’ 

তাৎক্ষণিকভাবে তিনি গ্রেপ্তার হওয়া কাভার্ডভ্যান চালকের পরিচয় জানাননি। 

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও দুর্ঘটনার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আলিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহত এনামুল হকের চাচাতো ভাই আব্দুল কাদের বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’ 

এসআই আলিম খান বলেন, বেপোরোয়াগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে ওপর তুলে দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনস্থলেই হনুফা বেগম ও এনামুল হক নিহত হোন। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার