হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয় বরং বুকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে।’

মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আতিক। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএনসিসি মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সে জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি যত দিন দায়িত্বে থাকব বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাব। জাতির পিতা সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো নিজেকে নিয়ে ভাবেননি। সব সময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু