হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রের মুখে কলেজছাত্রকে তুলে নিয়ে তরুণীর সঙ্গে বিয়ে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারী আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাল্যবিবাহের কাবিন নিবন্ধন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ডের আদেশ দেন। এর আগে কাজির সহকারীর বাড়িতে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারীর নাম মো. আব্দুস সামাদ (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা। জোর করে বিয়ে দেওয়া ওই কিশোর ঢাকার একটি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল জেলায়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ভুক্তভোগী কলেজছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ সম্পন্ন ও কাবিন রেজিস্ট্রেশন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজির সহকারী এই বিয়ে রেজিস্ট্রেশন করেন।

ইউএনও সজীব আহমেদ বলেন, কলেজছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক তরুণীর স্বজনেরা। এরপর অভিযুক্ত কাজির সহকারী আব্দুস সামাদকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি পাশের ভাওয়ালগড় ইউনিয়নের এক কাজির নিকাহ রেজিস্টার (বালাম বই) এনে অস্ত্রের মুখে কলেজছাত্রের সঙ্গে তরুণীর বাল্যবিবাহ সম্পাদন করেন। পাশাপাশি তাদের কাবিননামা রেজিস্ট্রেশন করেন। অভিযোগে কলেজছাত্রের মা জানিয়েছেন, কাবিননামায় আট লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১