হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রের মুখে কলেজছাত্রকে তুলে নিয়ে তরুণীর সঙ্গে বিয়ে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারী আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাল্যবিবাহের কাবিন নিবন্ধন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ডের আদেশ দেন। এর আগে কাজির সহকারীর বাড়িতে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারীর নাম মো. আব্দুস সামাদ (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা। জোর করে বিয়ে দেওয়া ওই কিশোর ঢাকার একটি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল জেলায়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ভুক্তভোগী কলেজছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ সম্পন্ন ও কাবিন রেজিস্ট্রেশন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজির সহকারী এই বিয়ে রেজিস্ট্রেশন করেন।

ইউএনও সজীব আহমেদ বলেন, কলেজছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক তরুণীর স্বজনেরা। এরপর অভিযুক্ত কাজির সহকারী আব্দুস সামাদকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি পাশের ভাওয়ালগড় ইউনিয়নের এক কাজির নিকাহ রেজিস্টার (বালাম বই) এনে অস্ত্রের মুখে কলেজছাত্রের সঙ্গে তরুণীর বাল্যবিবাহ সম্পাদন করেন। পাশাপাশি তাদের কাবিননামা রেজিস্ট্রেশন করেন। অভিযোগে কলেজছাত্রের মা জানিয়েছেন, কাবিননামায় আট লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয়েছে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে