হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রের মুখে কলেজছাত্রকে তুলে নিয়ে তরুণীর সঙ্গে বিয়ে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারী আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাল্যবিবাহের কাবিন নিবন্ধন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ডের আদেশ দেন। এর আগে কাজির সহকারীর বাড়িতে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারীর নাম মো. আব্দুস সামাদ (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা। জোর করে বিয়ে দেওয়া ওই কিশোর ঢাকার একটি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল জেলায়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ভুক্তভোগী কলেজছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ সম্পন্ন ও কাবিন রেজিস্ট্রেশন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজির সহকারী এই বিয়ে রেজিস্ট্রেশন করেন।

ইউএনও সজীব আহমেদ বলেন, কলেজছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক তরুণীর স্বজনেরা। এরপর অভিযুক্ত কাজির সহকারী আব্দুস সামাদকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি পাশের ভাওয়ালগড় ইউনিয়নের এক কাজির নিকাহ রেজিস্টার (বালাম বই) এনে অস্ত্রের মুখে কলেজছাত্রের সঙ্গে তরুণীর বাল্যবিবাহ সম্পাদন করেন। পাশাপাশি তাদের কাবিননামা রেজিস্ট্রেশন করেন। অভিযোগে কলেজছাত্রের মা জানিয়েছেন, কাবিননামায় আট লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ