হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আ. লীগ ও যুবদলের সংঘর্ষ, আ. লীগের কার্যালয় ভাঙচুর 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন এবং এ সময় ভাঙচুর করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় এ ঘটনায় ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। আজ বুধবার রাত ৮টার দিকে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের ইমন মিয়া, আরিফ হোসেন, মেহেদী হাসান, বাবুল মিয়া, সবুর খান ও আব্দুল জলিল আহত হয়। 

এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হালিম মিয়া বলেন, ‘বিএনপি নেতা আব্দুর রউফের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।’ 

অপরদিকে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের লোকজন জড়িত নয়। আমাদের ওপর প্রথম হামলা চালানো হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল