হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলীতে বোরাক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কদমতলী প্রতিনিধি, ঢাকা

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলায় এলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতি রোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুনীর আহম্মদসহ তাঁদের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’ 

টিআই মুনীর আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং তাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’ 

এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতিমধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১