হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। 

আজ বুধবার সকাল পৌনে ৮টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এসে শেষ হয়। 

মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। 

শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখার খবরে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসি। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’ 

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল রাস্তায় অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করতে এলে আমাদের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ওরা (বিএনপির নেতা-কর্মী) পালিয়ে যায়।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির