হোম > সারা দেশ > ঢাকা

বংশালে ঈদ মেলায় ফাস্ট ফুডের দোকানে আগুন, দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন—ফাস্ট ফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)। তাদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দোকানের মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিলেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠে অস্থায়ী দোকান বসিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়, এতে নয়নসহ ছয়জন দগ্ধ হন। তবে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ অংশ পুড়েছে এবং শ্বাসনালি দগ্ধ হয়েছে, তাই তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধদের অবস্থা জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন এবং রোগীদের খোঁজখবর নেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে