হোম > সারা দেশ > ঢাকা

বংশালে ঈদ মেলায় ফাস্ট ফুডের দোকানে আগুন, দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন—ফাস্ট ফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)। তাদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দোকানের মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিলেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠে অস্থায়ী দোকান বসিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়, এতে নয়নসহ ছয়জন দগ্ধ হন। তবে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ অংশ পুড়েছে এবং শ্বাসনালি দগ্ধ হয়েছে, তাই তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধদের অবস্থা জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন এবং রোগীদের খোঁজখবর নেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট