হোম > সারা দেশ > গাজীপুর

প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাট

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে তিন জনকে আহত করেছে। এ সময় দুর্বৃত্তরা নগদ ৮ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকার মালামাল লুট করেছে।  

গতকাল বুধবার গভীর রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামর প্রবাসী রুবেল খানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, প্রবাসী রুবেল খানের স্ত্রী কল্পনা (৩৫), শ্যালিকা লিজা আক্তার (১৩) ও শিশু ছেলে ইউসুফ (০৬)। 

প্রবাসীর স্ত্রী কল্পনা খানম জানান, রাতে খাওয়া দাওয়ার পর ছোট বোন লিজা ও ছেলে ইউসুফকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে ৫-৬ জন আমার ঘরের দরজায় টোকা দিলে আমি দরজা খুলে দেই। পরে তারা ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে নগদ ৮ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

কল্পনা খানম আরও বলেন, এক পর্যায়ে আমরা চিৎকার করলে দুর্বৃত্তরা আমাদের তিনজনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থকমপ্লক্সে ভর্তি করে। 

কল্পনা জানান, তিনি জাতীয় জরুরি পরিসেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ঘটনাটি শ্রীপুর থানা-পুলিশকে জানালে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ ব্যাপার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ