হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে আহত ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৮ তলাবিশিষ্ট বিডিবিএল ভবনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

১৮ তলাবিশিষ্ট বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের ব্যুরো অফিস এই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির চারটি লিফটের মধ্যে দুটিই দীর্ঘদিন ধরে নষ্ট। বাকিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হতো। বহুবার তাগিদ দেওয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ লিফটের ব্যাপারে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ।

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির লিফটগুলো মেরামত বা নতুন লিফটের ব্যবস্থা করা না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না। এ ছাড়া, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না