হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় বাসচাপায় কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিল।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সাজিদকে হাসপাতালে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে তিন কন্যা অটো সেন্টারের মালিক তিনি। আর সেখানকার কর্মচারী সাজিদ। সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ।

সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কেউ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা এলাকা থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হোন্ডা গ্যারেজ মালিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ফারুক জানান, রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়েছিল সে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার