হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে সিমা আক্তার (২২) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা। তিনি বলেন, আজ বিকেলে খবর পেয়ে ওহাব কলোনির পাঁচতলা একটি বাসায় যাই। সেখানে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পচনশীল ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফাতেমা আরও বলেন, রাজি নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় বাসা ভাড়া নেন সিমা। তবে ঘটনার পর থেকে সেখানে কাউকে পাওয়া যায়নি। নারীর শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ময়নাতদন্তের পর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

মৃত নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বলে জানান এসআই ফাতেমা। তিনি বলেন, নিহতের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন