হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ডেমরা-রামপুরা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করে তল্লাশি করা। তল্লাশি করে তাঁদের কাছ থেকে ২টি চাকু, ৫০ গ্রাম ওজনের মরিচ গুঁড়ার প্যাকেট ও ঝান্ডু বাম নামে ১টি মলমের প্যাকেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মশুরদী গ্রামের মো. বাচ্চু (২৯), শরীয়তপুরের পালং থানার চরশূন্যঘোষ উপজেলার মো. শান্ত (২৭) ও ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. ফারুক হোসেন (২৫)। তাঁদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় পেনাল কোডে মামলা হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অবিযান চালায় পুলিশের একটি টহল দল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট