হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ডেমরা-রামপুরা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করে তল্লাশি করা। তল্লাশি করে তাঁদের কাছ থেকে ২টি চাকু, ৫০ গ্রাম ওজনের মরিচ গুঁড়ার প্যাকেট ও ঝান্ডু বাম নামে ১টি মলমের প্যাকেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মশুরদী গ্রামের মো. বাচ্চু (২৯), শরীয়তপুরের পালং থানার চরশূন্যঘোষ উপজেলার মো. শান্ত (২৭) ও ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. ফারুক হোসেন (২৫)। তাঁদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় পেনাল কোডে মামলা হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অবিযান চালায় পুলিশের একটি টহল দল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা