হোম > সারা দেশ > ঢাকা

‘আশ্বাস দিয়ে ঠকানো হয়েছে’, ফের আন্দোলনে নামছেন রনি

ঢাবি প্রতিনিধি

রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনি হতাশ। তাঁকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আগামী ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদারের আমন্ত্রণে রেলভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি। 

মহিউদ্দিন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা চলে যাওয়ার পরেও আমাকে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আমাকে দাবি বাস্তবায়ন করার কথা বলে ঠকানো হয়েছে। আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা জনগণকে জানানোর কথা বলেছি।’

মহিউদ্দিন আরও বলেন, ‘আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলেছি তখন মন্ত্রী বলেছেন—দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়, তুমি আমার চেয়ারে এসে বসো। তখন আমি বললাম, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই বিশ্ববিদ্যালয়ের। আপনার চেয়ারে বসলে আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।’

আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়ায় তিনি অসন্তুষ্ট উল্লেখ করে বলেন, ‘আমার দাবিতে আমি অটল। আমি আন্দোলন করেই যাব, দাবিগুলো বাস্তবায়ন করে ছাড়ব। এই মাসের মধ্যে দাবি মানা না হলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামব।’

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন রনি। পরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি আদায়ের আশ্বাস দিলে তিনি কর্মসূচি স্থগিত করেন।

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা