হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শুক্রাবাদে গরুর ট্রাক থেকে পড়ে বাসেদ (৩২) ও ভাটারার সোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম (১৮) নামের দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ও রাত ২টার দিকে ভাটারায় দুর্ঘটনা দুটি ঘটে। বাসেদ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে ও রাকিবুল ভোর ৪টায় ল্যাবএইড হাসপাতালে মারা যান।

দুলাভাই আক্তার হোসেন বলেন, ‘রাকিবুলের বাড়ি চাঁদপুর উপজেলায়। বাবার নাম মৃত রফিক মাতুব্বর। বর্তমানে সোলমাইদ খন্দকারবাড়ি আমার বাসায় থাকত। সেখানে আমার মুদিদোকানে চাকরি করত।’

আক্তার হোসেন আরও জানায়, রাতে অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ১০০ ফিট গিয়েছিল বিরিয়ানি কিনতে। না পেয়ে বাসায় ফেরার সময় সোলমাইদ হাইস্কুলের সামনে এলে মাটির ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। মৃতদেহ সেখান থেকে ভাটারার সোলমাইদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনার একটা খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এদিকে মৃত বাসেদের প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মনসেফপুর গ্রামে। বাসেদ গ্রামেই কৃষিকাজ করতেন। তাঁরা কয়েকজন বেশ কয়েকটি গরু নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন বিক্রির জন্য। রাতে শেরেবাংলা নগর শুক্রাবাদ ওভারব্রিজের নিচে এলে ট্রাকের ওপরে থাকা রাকিবুল নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রাবাদ ওভারব্রিজের নিচে গরুর ট্রাক থেকে পড়ে মারা যান বাসেদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু