হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শুক্রাবাদে গরুর ট্রাক থেকে পড়ে বাসেদ (৩২) ও ভাটারার সোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম (১৮) নামের দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ও রাত ২টার দিকে ভাটারায় দুর্ঘটনা দুটি ঘটে। বাসেদ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে ও রাকিবুল ভোর ৪টায় ল্যাবএইড হাসপাতালে মারা যান।

দুলাভাই আক্তার হোসেন বলেন, ‘রাকিবুলের বাড়ি চাঁদপুর উপজেলায়। বাবার নাম মৃত রফিক মাতুব্বর। বর্তমানে সোলমাইদ খন্দকারবাড়ি আমার বাসায় থাকত। সেখানে আমার মুদিদোকানে চাকরি করত।’

আক্তার হোসেন আরও জানায়, রাতে অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ১০০ ফিট গিয়েছিল বিরিয়ানি কিনতে। না পেয়ে বাসায় ফেরার সময় সোলমাইদ হাইস্কুলের সামনে এলে মাটির ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। মৃতদেহ সেখান থেকে ভাটারার সোলমাইদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনার একটা খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এদিকে মৃত বাসেদের প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মনসেফপুর গ্রামে। বাসেদ গ্রামেই কৃষিকাজ করতেন। তাঁরা কয়েকজন বেশ কয়েকটি গরু নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন বিক্রির জন্য। রাতে শেরেবাংলা নগর শুক্রাবাদ ওভারব্রিজের নিচে এলে ট্রাকের ওপরে থাকা রাকিবুল নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রাবাদ ওভারব্রিজের নিচে গরুর ট্রাক থেকে পড়ে মারা যান বাসেদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১