হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীসংলগ্ন কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর (১৩) সঙ্গে আরেক কিশোরীর (১৫) বন্ধুত্ব ছিল। গত রোববার সকাল ৭টার দিকে ওই বান্ধবী কিশোরীর বাসায় যায়। এরপর বেড়ানোর কথা বলে ওই বান্ধবী কিশোরীটিকে বাকসাত্বা নিয়ে যায়। ওই বান্ধবী এক কিশোরের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বাকসাত্বা গ্রামের জনৈক হাফিজুর রহমানের বাড়ির নিচতলায় ভাড়া থাকে। গতকাল মঙ্গলবার সকালে ওই বাসায় কিশোরীর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হত্যাকাণ্ডের শিকার কিশোরীর মা বলেন, ‘অসৎ উদ্দেশ্যেই আমার মেয়েকে তার বান্ধবী গত রোববার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রোববার থেকে গতকাল সকাল ১০টার মধ্যে কোনো এক সময় আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। মেয়ের বান্ধবীর সহায়তায় তার কথিত স্বামীসহ আরও কয়েকজন মিলে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে অথবা ধর্ষণের কারণেই আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে ধর্ষণের সঙ্গে জড়িত সবাই বয়সে কিশোর।’ কিশোরীর মা আরও বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে আমি বাকসাত্বা হাফিজুর রহমানের বাড়িতে যাই। সেখানে যাওয়ার পর আমার মেয়েকে বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপরেও শতভাগ নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মেয়ের বান্ধবীসহ তিন কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে গতকাল রাতে সাভার থানায় মামলা করি।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে থাকতে পারে বা ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যেতে পারে। ওসি আরও জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওই বান্ধবীর কথিত স্বামীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯