হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৩৪ মাস বিল বকেয়া, আ.লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন ভ্রাম্যমাণ আদালত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাক (ডিজিএম) সোহরাব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা দীর্ঘদিন যাবৎ নোটিশ করার পরও বকেয়া বিল পরিশোধ করছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

জানা গেছে, ৩৪ মাস যাবৎ বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া আরও ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম সোহরাব হাসান, এজিএম মো. আশেকুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে