হোম > সারা দেশ > ঢাকা

ফার্মগেটের ফুটপাতে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করল সিটিটিসি

আজকের পত্রিকা ডেস্ক­

আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাত থেকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। পরে নিরাপদে সরিয়ে নিয়ে সেগুলো নিস্ক্রিয় করেছে সিটিটিসি।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে ফার্মগেট এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ককটেলের কথা জানায়। এরপর শেরেবাংলা নগর থানা-পুলিশ যায় সেখানে। তারা গিয়ে দেখতে পান, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। তারা বিষয়টি সিটিটিসিকে জানায়। এরপর দুপুরে সিটিটিসির বোম ডিস্পোজাল টিম যায়।

ককটেল সদৃশ বস্তু তিনটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা-পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।

ককটেল সদৃশ বস্তু তিনটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্ত করা হচ্ছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার