রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। পরে নিরাপদে সরিয়ে নিয়ে সেগুলো নিস্ক্রিয় করেছে সিটিটিসি।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে ফার্মগেট এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ককটেলের কথা জানায়। এরপর শেরেবাংলা নগর থানা-পুলিশ যায় সেখানে। তারা গিয়ে দেখতে পান, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। তারা বিষয়টি সিটিটিসিকে জানায়। এরপর দুপুরে সিটিটিসির বোম ডিস্পোজাল টিম যায়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা-পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্ত করা হচ্ছে।