ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’