হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হেফাজত–পুলিশ সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে হেফাজতে ইসলামের সমর্থক মুসুল্লিদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। মুসল্লিরা মিছিল নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেয়। এ সময় মুসুল্লিরা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। বিরোধে জড়িয়ে পড়েন হেফাজতকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ, টিয়ারশেল ও পরে রাবার বুলেট ছোড়ে। উভয় পক্ষের মধ্যে হওয়া এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন হেফাজত কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ডিসি জাকির হাসান জানান, হেফাজতকর্মীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ শতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯